ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীর্ষ পরমাণূ বিজ্ঞানী হত্যা ॥ ইরানকে খোঁচা ট্রাম্পের

প্রকাশিত: ১১:৫০, ২৮ নভেম্বর ২০২০

শীর্ষ পরমাণূ বিজ্ঞানী হত্যা ॥ ইরানকে খোঁচা ট্রাম্পের

অনলাইন ডেস্ক ॥ ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ। এই হামলার পক্ষে করা ইসরাইলের সাংবাদিকের একটি টুইট বার্তা রিটুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিষয়ে অভিজ্ঞ সাংবাদিক ইয়োসি মেলম্যান টুইট বার্তায় লেখেন, ইরানের জন্য এটি বড়ো মনস্তাত্ত্বিক এবং কার্যকর আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুইট বার্তাটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবারো শেয়ার করেছেন । Mohsen Fakhrizadeh has been assassinated in Damavand, east of Tehran according to reports in Iran. He was head of Iran’s secret military program and wanted for many years by Mossad. His death is a major psychological and professional blow for Iran. — Yossi Melman (@yossi_melman) November 27, 2020 এদিকে এই হামলার জন্য ইসরেল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি সংবাদ সংস্থা ইলনাকে বলেন, যুক্তরাষ্ট্রের এবং ইসরাইলের সন্ত্রাসীরা স্পষ্টভাবে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার জন্য দায়ী। ফাখরিজাদেহকে হত্যার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি এই হামলার পেছনে ইসরাইল রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে।
×