ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাসের জয়ের নায়ক রোনাল্ডো

প্রকাশিত: ২০:৫৩, ২৩ নভেম্বর ২০২০

জুভেন্টাসের জয়ের নায়ক রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে ভর করে ইতালিয়ান সিরি এ লীগে জয়ে ফিরেছে জুভেন্টাস। শনিবার রাতে তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সফরকারী ক্যাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে ল্যাজিওর সাথে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্টাস। জয়ে ফিরলেও এর আগে চার ম্যাচ ড্র করায় পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা। আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। এক ম্যাচ কম খেলা এসি মিলান ১৭ পয়েন্ট নিয়ে আছে এক নম্বরে। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক জুভেন্টাস। রোনাল্ডোর দুই গোলের আগে ম্যাচের শুরুতে ফেডেরিকো বার্নারডেশির গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৩৮ মিনিটে আলভারো মোরাটার ক্রসে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনাল্ডো। ৪২ মিনিটে কর্ণার থেকে মেরি ডেমিরালের হেডের পর পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান সি আর সেভেন। করোনাভাইরাসে আক্রান্তের পর ৩৫ বছর বয়সী রোনাল্ডো দুর্দান্তভাবে মাঠে ফিরেছেন। এ পর্যন্ত পাঁচ ম্যাচে ৮ গোল করে সিরি এ লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকা এসি মিলানের জøাটান ইব্রাহিমোভিচের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন সাবেক রিয়াল তারকা। বিরতির পর ম্যাচে ফিরতে বেশ চেস্টা করে ক্যাগলিয়ারি। কিন্তু রাগনার ক্লাভানের গোল বাতিল হয়ে গেলে সে সম্ভাবনা শেষ হয়ে যায়। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো বলেন, আমাদের এমন ম্যাচ আগেই খেলা উচিত ছিল। প্রত্যেকেই নিজেকে দারুণভাবে প্রমান করেছে। এমনকি জাতীয় দল থেকে ফেরা খেলোয়াড়রাও নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন। এদের মধ্যে বেশীরভাগই দু’দিন আগে তুরিনে ফিরে প্রথম অনুশীলন করেছেন। ম্যাচটি সবাই উপভোগ করেছে। এর মাধ্যমে নিজেদের আত্ববিশ্বাসও বেড়েছে।
×