ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ

প্রকাশিত: ১৪:২৪, ২৯ অক্টোবর ২০২০

বরিশালে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিন্মমানের সামগ্রী দিয়ে সাব ঠিকাদার প্রভাব খাটিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু করলেও তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশলী। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকার। আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে জানা গেছে, সম্প্রতি সময়ে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন সাব ঠিকাদার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা। ওইসময় খবর পেয়ে উপজেলা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে প্রভাব খাটিয়ে অতিরিক্ত শ্রমিক নিয়ে বুধবার সকালে পূর্ণরায় নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয়। উপজেলা প্রকৌশল অধিদফতর সূত্রে জানা গেছে, সরিকল ইউনিয়নের হোসনাবাদ স্টিমারঘাট থেকে হোসনাবাদ হাট পর্যন্ত ৬.৩০ কিলোমিটার দৈর্ঘ্যরে রাস্তাটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিডিআরআইডিপি প্রকল্পের কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে কার্যাদেশ দেয়া হয়। ৬৪ লাখ টাকা ব্যয়ে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি বরিশালের মেসার্স মাদার ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধীকারি আব্দুল রাজ্জাক কার্যাদেশ পায়। আব্দুল রাজ্জাক সাব ঠিকাদার হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মৃধার কাছে কমিশনে কাজটি বিক্রি করে দিয়েছেন। উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান জনকণ্ঠকে বলেন, সাব ঠিকাদার আব্দুল মান্নান মৃধা অত্যন্ত নিন্মমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ পুনরায় শুরু করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে ঠিকাদারকে নোটিশ প্রদান করা হয়েছে। এরপরে কাজ করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ব্যাপারে সাব ঠিকাদার আব্দুল মান্নান মৃধা জনকণ্ঠকে বলেন, রাস্তার কাজের জন্য ব্যবহৃত খোয়ার মধ্যে ডাস্ট খোয়া থাকতেই পারে। তারপরেও উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ করে দিয়েছেন।
×