ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:৩৮, ২৭ অক্টোবর ২০২০

১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশনে দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের কারনে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকার পর ১০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর রেলস্টেশনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ট্রেন দু’টির ইঞ্জিনসহ কয়েকটি বগির ব্যপক ক্ষতি হয়। এ ঘটনার পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করে ট্রেন লাইনে ট্রেন চলাচল আবারো স্বাভাবিক হয়েছে। কোন হতা-হতের ঘটনা ঘটেনি। সাবদালপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, পার্বর্তীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রেন ও যশোর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীমুখী অপর একটি মালবাহী ট্রেন রাত ১টা ৪০ মিনিটের দিকে সিগন্যাল অমান্য করে একই রাস্তায় সাবদালপুর স্টেশনে ঢুকে পড়ে। তখন বিকট শব্দে ট্রেন দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দু’টির ইঞ্জনসহ বেশ কয়েকটি বগির ব্যপক ক্ষতি হয়। কোন হতা-হতের ঘটনা ঘটেনি। ঈশ্বরদী থেকে উদ্ধার ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ১০ ঘন্টা পর আজ মঙ্গলবার সকাল ১১.৪০ টা থেকে ট্রেন চলাচল আবারো স্বাভাবিক হয়েছে। ঘটনার পর থেকেই ট্রেন দু’টির চালক পলাতক রয়েছে। সম্ভবত চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভামে তারা ধারণা করছেন। তবে চালকদের পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
×