ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসিসির সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গ্রেভস

প্রকাশিত: ২০:১৮, ২০ অক্টোবর ২০২০

আইসিসির সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গ্রেভস

স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসির সভাপতি নির্বাচন থেকে সরে গেলেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক সভাপতি কলিন গ্রেভস। সভাপতি নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকলেও হঠাৎই এই সিদ্ধান্ত নেন তিনি। পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। চলতি বছরের জুলাইয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির সভাপতির চেয়ারের দৌড়ে ছিলেন ৭২ বছর বয়সী গ্রেভস। তাঁর একমাত্র প্রতিপক্ষ ছিল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে সভাপতি নির্বাচনের পথে এগিয়ে থাকলেও এই দু'জনের কেউই নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবার পক্ষে ছিলেন না। বাছাইয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে বসতে যাওয়ার পক্ষে ছিলেন তারা। এর আগে চলতি বছরের জুলাইয়ে আইসিসির সভাপতির পদ থেকে অব্যাহতি নেন সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন সহ সভাপতি ইমরান খাজা। এর আগে ২০১৬ সালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনটিতে বসেছিলেন শশাঙ্ক মনোহর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়ে তিনি সংস্থাটির ব্যবস্থাপনা কাঠামো এবং অর্থনৈতিক মডেলে যুগান্তকারী পরিবর্তন আনেন। দুই বছরের মেয়াদ শেষ হবার পর ২০১৮ সালে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।
×