
প্রধান শিক্ষক
ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ
ডেমরা, ঢাকা।
সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স
৬৭। লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ কীসের মাধ্যমে বের হয়ে যায়?
উত্তর : চর্মের
৬৮। কীসের মাধ্যমে দেহের নাইট্রোজেনযুক্ত তরল, দূষিত পদার্থ পরিত্যক্ত হয়?
উত্তর : বৃক্কের
৬৯। কোন তিনটি অঙ্গের ভিতর দিয়ে দূষিত পদার্থ নিষ্কাশিত হয়?
উত্তর : বৃক্ক, ত্বক ও ফুসফুস
৭০। প্রধান রেচন অঙ্গের নাম কী?
উত্তর : বৃক্ক
৭১। যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে কী বলে?
উত্তর : রেচনতন্ত্র
৭২। নিঃশ^াসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে?
উত্তর : ৪ ভাগ
৭৩। নিঃশ^াসের বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের সাথে কী থাকে?
উত্তর : জলীয়বাষ্প
৭৪। মানবদেহের বহিরাবরণকে কী বলে?
উত্তর : চর্ম বা ত্বক
৭৫। ত্বকে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে কী বলে?
উত্তর : লোমকূপ
৭৬। লোমকূপ দিয়ে কী বের হয়?
উত্তর : ঘাম
৭৭। ঘামে কী থাকে?
উত্তর : পানির সাথে লবণ ও সামান্য কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর বা অপ্রয়োজনীয় পদার্থ
৭৮। মূত্র তৈরির কারখানা বলা হয় কাকে?
উত্তর : বৃক্ককে
৭৯। বৃক্ক কোথায় থাকে?
উত্তর : দেহের পিছনের দিকে মেরুদন্ডের দুইপাশে
৮০। ছাকনির মতো কাজ করে-
উত্তর : বৃক্ক
৮১। আমাদের দেহের অতিরিক্ত অ্যামাইনো এসিডকে ভেঙ্গে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে-
উত্তর : যকৃত
৮২। রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেকে নেয়-
উত্তর : বৃক্ক
৮৩। দেহের ক্ষতিকর পদার্থসমূহ পানির সাথে মিশে কোন বর্ণের মূত্র তৈরি করে?
উত্তর : হালকা হলুদ বর্ণের
৮৪। মলদ্বারের মতো মূত্রথলির দ্বারেও যে সংকোচন ও প্রসারণ পেশি থাকে তাকে কী বলে?
উত্তর : মূত্রপথ
৮৫। মেরুরজ্জুর ভিতরে কী থাকে?
উত্তর : ধূসর পদার্থ
৮৬। মেরুরজ্জুর বাইরে কী থাকে?
উত্তর : শে^ত পদার্থ
৮৭। হৃৎপিন্ড, ফুসফুস, ক্ষরণকারী গ্রন্থি ইত্যাদি কোন স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
উত্তর : স্বয়ংক্রিয় স্থায়ুতন্ত্র দ্বারা