ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে স্টিল মিলে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ১৩:৫১, ১১ সেপ্টেম্বর ২০২০

টঙ্গীতে স্টিল মিলে গলিত লোহা ছিটকে পাঁচ শ্রমিক দগ্ধ

অনলাইন ডেস্ক ॥ গাজীপুরের টঙ্গীতে এস এস স্টিল মিলস কারখানায় লোহা গলানোর সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ওই কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জন ৯০ ভাগ দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ৯০ ভাগ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২) ও দুলাল (২৫)। ৫০ ভাগ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) ও রিপন (৩০)। অপর আহত আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, শুক্রবার ভোর ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়েছে।এসআই বাচ্চু মিয়া ও আহতদের স্বজনরা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ওই কারখানায় তারা দগ্ধ হন। লোহা পোড়ানোর সময় আগুনের আঁচে সীসা, লাভা ও স্ফূলিঙ্গ ছিটকে তাদের শরীরে লাগে। পরে সহকর্মীদের সহায়তায় তাদের প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, তাদের এ ঘটনা কেউ অবগত করেনি বা ফোন করে সাহায্যও চায়নি।
×