ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরে দাঁড়ানোর পর নাওমি ওসাকা বললেন খেলব!

প্রকাশিত: ১৪:৫৭, ২৮ আগস্ট ২০২০

সরে দাঁড়ানোর পর নাওমি ওসাকা বললেন খেলব!

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নির্যাতনের প্রতিবাদে সিনসিনাটি ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। একদিন পরই সে সিদ্ধান্ত বদলালেন জাপানের দুইবারের গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকা। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে নামবেন বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্কে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে নারী এককের সেমিফাইনালে জাপানিজ এই তারকার প্রতিপক্ষ বেলজিয়ান এলিসে মার্টেনস। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদপত্র গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে সিদ্ধান্ত বদলের কথাটি জানিয়েছেন ওসাকা। ওসাকা বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম প্রতিপক্ষের কাছে হার মেনে নিতে। কিন্তু আমার ওই ঘোষণার পর ডব্লিউটিএ এবং ইউএসটিএ’র সঙ্গে কথা হয়েছে। দীর্ঘ আলোচনার পর তাদের অনুরোধে শুক্রবার খেলতে রাজি হয়েছি আমি। তারা সব ম্যাচ শুক্রবার পর্যন্ত স্থগিত করার প্রস্তাব দেন, যাতে করে আন্দোলনে আরও বেশি নজর পড়ে। আমি ডব্লিউটিএ এবং টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই তাদের সমর্থনের জন্য।’ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নির্যাতন চলছেই। জর্জ ফ্লয়েড হত্যা ঘটনার রেশ কাটতে না কাটতেই পুলিশের গুলিতে আহত হয়েছেন আরেক কৃষ্ণাঙ্গ নাগরিক জ্যাকব ব্ল্যাক। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উইসকনসিন অঙ্গরাজ্য। একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই ঘটনার প্রতিবাদ করাকে নৈতিক দায়িত্ব মনে করছেন বিশ্বের সবচেয়ে দামি টেনিস তারকা নাওমি ওসাকা। প্রতিবাদের অংশ হিসেবেই ক্ষুব্ধ ওসাকা বুধবার আচমকা সিদ্ধান্ত নেন নিউইয়র্কে এটিপি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার।
×