ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু, আক্রান্ত ১০০

প্রকাশিত: ২৩:২২, ১৬ আগস্ট ২০২০

চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু, আক্রান্ত ১০০

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মহানগরীসহ চট্টগ্রাম জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এদের দুজন মহানগরীতে, অপর দুজন উপজেলায়। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই শ’ ছাড়িয়েছে। নতুন শনাক্ত হয়েছে এক শ’জন। চট্টগ্রামে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৭৫। আবার এর মধ্যে নগরে ১১ হাজার ১২৩ ও উপজেলায় চার হাজার ৬৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৭৫ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জন। এর মধ্যে নগরে ১৭৩ ও উপজেলায় ৭৮ জন। শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়, চট্টগ্রামে সরকারী তিনটি এবং বেসরকারী দুটির মধ্যে একটি এবং কক্সবাজারে একটি ল্যাব মিলে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে এক শ’ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে।
×