ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৫:৩১, ২৮ জুলাই ২০২০

টাঙ্গাইলের ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আতাউল গনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।আজ মঙ্গলবার সকালে তার নমুনার ফলাফলে করোনা পজিটিভ আসে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এমন তথ্য জানা যায়। অপরদিকে বিগত কয়েকদিন আগে টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহেদুজ্জামান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে সুস্থ আছেন। স্বাস্থ্য বিভাগের সূত্রটি জানায়, সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের ৩ জন কর্মকর্তার করোনা পজেটিভ আসে। এতে জেলা প্রশাসক আতাউল গনি সোমবার নমুনা দেন। পরে ওইদিনই তার নমুনা ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি সরকারি নিজ বাস ভবনে রয়েছেন। গত (৮ জুলাই) আতাউল গনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে কর্মস্থলে যোগদান করেন। টাঙ্গাইলে যোগদানের পূর্বে তিনি মেহেরপুরের ডিসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্বপালন করেছেন। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১ হাজার ৫১৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, মির্জাপুরে ৩ জন, ভূঞাপুরে ১ জন, কালিহাতীতে ৭ জন, নাগরপুরে ২ জন, ধনবাড়িতে ৩ জন, বাসাইলে ৭ জন, রয়েছেন। টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্রটি আরও জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল মঙ্গলবার সকালে আসে। এতে নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ৮৭২ আর চিকিৎসাধীন রয়েছেন ৬১৮ জন। সূত্র আরো জানায়, গত (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত ৮৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অপরদিকে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
×