ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন ঋণ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ২৩:৪১, ২৪ জুলাই ২০২০

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন ঋণ দেয়ার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাহিদা ও বাস্তবতার আলোকে নতুন ঋণ দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়ে স্থগিতাদেশ দেয়া হয়েছে। এসব বিষয়ে ব্যাংকগুলোর নেয়া পদক্ষেপ আগামী ৩১ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠে কৃষি কার্যক্রম অব্যাহত রাখতে মৎস্য, প্রাণিসম্পদ খাতে প্রকৃত চাহিদা ও বাস্তবতার আলোকে নতুন ঋণ বিতরণ করতে হবে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের থেকে কৃষিঋণ আদায় স্থগিত রাখতে হবে।
×