ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসআরএম কারখানা থেকে গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: ০০:৩৮, ১০ জুলাই ২০২০

বিএসআরএম কারখানা থেকে গ্রেনেড উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৯ জুলাই ॥ মীরসরাই উপজেলার বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের কারখানা থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজুল ইসলাম। জানা যায়, চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় বুধবার বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের কারখানায় স্ত্র্যাপের কাঁচামালের সঙ্গে একটি তাজা গ্রেনেড দেখেতে পায় শ্রমিকরা। শ্রমিকরা সঙ্গে সঙ্গে জোরারগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ এসে দেখে এটি একটি তাজা গ্রেনেড। জোরারগঞ্জ থানা পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি সিএমপির কাউন্টার টেররিজমকে জানান। কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা একপর্যায়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে রাতে সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
×