ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ॥ এফবিআই

প্রকাশিত: ১০:২৭, ৮ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ॥ এফবিআই

অনলাইন ডেস্ক ॥ চীনের গুপ্তচরবৃত্তিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে দেখছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। সংস্থাটির পরিচালক বলেছেন, বর্তমানে চীন সরকার যে ধরনের গুপ্তচর ও চৌর্যবৃত্তি শুরু করেছে তা যুক্তরাষ্ট্রের অদূর ভবিষ্যতের জন্য দীর্ঘস্থায়ী বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। মঙ্গলবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে এমন আশঙ্কার কথা জানান এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। এফবিআই প্রধান আরও বলেন, ‘যেকোনো উপায়ে বিশ্বের একমাত্র ক্ষমতাধর (সুপারপাওয়ার) রাষ্ট্র হওয়ার জন্য সর্বশক্তি দিয়ে উঠেপড়ে লেগেছে চীন।’ প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্য রাখেন ক্রিস্টোফার রে। রে তার বক্তব্য চলাকালে চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, তথ্য ও অর্থ-সংক্রান্ত চৌর্যবৃত্তি, অবৈধ রাজনৈতিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপ করার জন্য উপঢৌকন ও ব্ল্যাকমেইলের বিচিত্র চিত্র তুলে ধরেন। এ সময় চীনের বিষয়ে পাল্টা গোয়েন্দগিরি শুরু হয়েছে বলেও জানান এফবিআই ডিরেক্টর। তিনি বলেন, ‘আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি যে, প্রতি ১০ ঘণ্টায় নতুন করে চীনের বিষয়ে পাল্টা গোয়েন্দাগিরি শুরু করছে এফবিআই।’ মার্কিন এ গোয়েন্দা প্রধান আরও বলেন, ‘বর্তমানে দেশে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি বিষয়ে পাল্টা গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এফবিআই। এর মধ্যে প্রায় অর্ধেকই চীন-সম্পর্কিত।’ বর্তমানে নানা কারণে সম্পর্ক ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্র-চীনের। কয়েক বছর ধরে দেশ দুটির মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। এছাড়া মহামারি করোনাভাইরাস ইস্যুতে বেইজিংয়ের ওপর নাখোশ ওয়াশিংটন। এমনকি সম্প্রতি চীনে আধা-স্বায়ত্তশাসিত হংকং বিষয়ে যে আইন পাস হয়েছে তাতেও চটেছে যুক্তরাষ্ট্র। এবার চীনের গোয়েন্দাগিরি নিয়ে আশঙ্কার কথা জানালেন এফবিআই প্রধান। সূত্র : বিবিসি
×