ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ২২:৩১, ৮ জুলাই ২০২০

সংবাদ প্রকাশকদের প্রশিক্ষণ

ছোট থেকে মাঝারি আকারের সংবাদ প্রকাশকদের জন্য বিনামূল্যের প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে গুগল। তবে সবার আগে ইউরোপে এই প্রশিক্ষণ শুরু করল প্রতিষ্ঠানটি। গুগল নিউজ ইনিশিয়েটিভের (জিএনআই) আওতায় ডিজিটাল গ্রোথ প্রোগ্রাম নামের এই প্রকল্প শুরু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। সম্প্রতি যে সংবাদ প্রকাশকেরা ডিজিটাল প্ল্যাটফরম চালু করেছে তাদের ব্যবসা দাঁড় করানো এবং অনলাইন ব্যবসা বাড়াতে সহায়তা করতে এই পদক্ষেপ নিচ্ছে গুগল। আপাতত স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড এবং ফ্রান্স এই ছয়টি দেশে শুরু হয়েছে জিএনআই ডিজিটাল গ্রোথ প্রোগ্রাম। গুগল বলছে, ‘প্রশিক্ষণগুলো সব স্থানীয় ভাষায় এবং সামনের কয়েক মাসে অন্যান্য দেশেও শুরু হবে।’ নিজস্ব সংবাদ কনটেন্ট ব্যবহারের জন্য সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওনা আদায়ের চেষ্টা করছে প্রথাগত সংবাদ প্রকাশকেরা, বিশেষভাবে কোভিড-১৯ মহামারীর এই জটিল সময়ে। এদিকে গত মাসেই নতুন লাইসেন্সিং প্রকল্পের ঘোষণা দিয়েছে গুগল। উচ্চমানের কনটেন্টের জন্য প্রকাশককে এই প্রকল্পের মাধ্যমে অর্থ দেবে এই ইন্টারনেট জায়ান্ট। এই প্রকল্পের মাধ্যমে সংবাদ প্রকাশকদের কনটেন্ট সাজনো শেখাবে গুগল, যাতে জটিল খবরগুলোকে সহজে গল্পের আদলে উপস্থাপন করতে পারে প্রকাশকরা। সম্প্রতি পাঁচ হাজার তিন শ’ স্থানীয় সংবাদ সংস্থাকে তহবিল দেয়ার পাশাপাশি বিশ্বজুড়ে সংবাদ প্রকাশকদের জন্য পাঁচ মাসের এ্যাড ম্যানেজার ফি বাতিল করেছে প্রতিষ্ঠানটি।-আইএএনএস
×