ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে ইয়াবাসহ দুই জন গ্রেফতার

প্রকাশিত: ১৭:১০, ২ জুলাই ২০২০

বাঁশখালীতে ইয়াবাসহ দুই জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্র্রগ্রামের ॥ বাঁশখালীর পুঁইছডি ইউনিয়নের বহদ্দারহাট নতুন মসজিদ এলাকা হতে ১৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতর করেছে র‌্যাব। বুধবার রাত ১০টার দিকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ২ জনকে র‌্যাবের অভিযানকারী দল গ্রেফতার করে। এই ব্যাপারে আজ বৃহস্পতিবার র‌্যাব ৭ এর পরিদর্শক অমল চন্দ্র (ডি.এ.ডি) বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করছেন। মামলা সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে কতিপয় ব্যক্তি মাদক বিক্রির জন্য পুইছড়ি ইউনিয়নে বহদ্দার হাট নতুন মসজিদ নামক স্থানে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়া যাওয়ার চেষ্টা করে। বুধবার রাত ১০টা ৫ মিনিটে তাদের ধাওয়া করে রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পুইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আমির হোছেন (৩২) ও একই জায়গার মৃত নুরুল আলমের ছেলে আবুল কাশেম (৪৫)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ২০১৮ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ আসামিকে র‌্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।
×