
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ রাতুল মন্ডল (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার গ্যাদা পট্টি থেকে তাকে আটক ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক রাতুলকে কুষ্টিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্যাদা পট্টির জনৈক কমলকৃঞ্চ পোদ্দার এর বাড়ির সামনে থেকে রাতুল মন্ডলকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ২৪ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত রাতুল পূর্ব মজমপুর গ্যাদা পট্টির মহিদুল মন্ডলের ছেলে। এ ব্যাপারে কুষ্টিয়া থানায় মামলা দায়ের হয়েছে।