ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২২:২০, ২৯ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ জুন ॥ বন্যার পানিতে গোলস করতে নেমে হামিদুর (১৫) ও রহিত (১২) নামে দুই স্কুলছাত্র মারা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর মৌজার গন্দর ব্রীজ নামকস্থানে। হামিদুর রণহাট্টা গ্রামের মৃত আলম দর্জির ছেলে এবং রহিত নারগুন গ্রামের সোহাগের ছেলে। হামিদুর এবার রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্র্ণ হয়েছে এবং রহিত একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শিহিপুর-গন্দর ব্রীজের পশ্চিম পাশে কয়েক কিশোর পানির মধ্যে ফুটবল খেলছিল। এর এক পর্যায়ে হামিদুর ও রহিত নামে দুইজন পানির স্রোতে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের লাশ উদ্ধার করা হয়। চাঁপাইয়ে ছাত্র স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, গোমস্তাপুরে পুকুরে গোসল করতে নেমে আকাশ (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য তোরিকুল ইসলাম জানান, দুপুরে ভিটাবাড়ি গ্রামের শফিকুল ইসলাম পিনুর ছেলে আকাশ পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। দশমিনায় শিশু নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী থেকে জানান, দশমিনায় পানিতে ডুবে পাপিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামের মোঃ আল আমিন মৃধার শিশুকন্যা পাপিয়া বাড়ির উঠানে খেলতে গিয়ে সকলের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। দৌলতপুরে শিশু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে সামিউল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পেছনে জলাশয়ে ডুবে শিশুটির মৃত্যু হয়। মৃত শিশু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সদরঘাট এলাকার টুটুল সর্দারের ছেলে।
×