ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এফএ কাপের সেমিতে ম্যানইউ

প্রকাশিত: ২২:০২, ২৯ জুন ২০২০

এফএ কাপের সেমিতে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলার মতো পয়েন্টও তুলতে পারবে কিনা তা নিয়ে বড় শঙ্কা। কেননা, এই মুহূর্তে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ইংলিশ ফুটবলের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহে মাত্র ৪৯ পয়েন্ট। তবে এফএ কাপের লড়াইয়ে ভালভাবেই টিকে আছে রেড ডেভিলরা। শনিবারও তারা ২-১ গোলে নরউইচ সিটিকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছে। তবে কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে কম বেগ পেতে হয়নি ম্যানচেস্টারের ক্লাবটিকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় ছিল, তাই তো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর যোগ করা সময়ে অধিনায়ক হ্যারি মাগুয়েরের গোলে সেমি নিশ্চিত করে রেড ডেভিলরা। মাঠের ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের দাপটই বেশি ছিল। ৬৪ শতাংশ বলের দখল ছিল পগবাদের পায়ে। প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছিল ৩৬, যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। তবুও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ৫১ মিনিটে ওডিওন ইগালোর গোলে ১-০ তে এগিয়ে যায় ইউনাইটেড। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রেড ডেভিলরা। ৭৫ মিনিটে টড ক্যান্টওয়েলের গোলে সমতায় ফিরে নরউইচ। ৮৮ মিনিটে টিম ক্লস লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় নরউইচ। তবে এই সুযোগ পেয়েও গোল আদায় করতে পারছিল না রাশফোর্ড-গ্রিনউডরা। যাতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ১১৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ইউনাইটেড অধিয়ায়ক হ্যারি মাগুয়ের। শেষ পর্যন্ত এই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়েছে। কোয়ার্টারের অপর লড়াইয়ে রবিবার রাতে আর্সেনালের মুখোমুখি হয় শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।
×