ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিচারক, ডাক্তার, শিক্ষকসহ আরো ৬০ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৭:১১, ২৭ জুন ২০২০

নওগাঁয় বিচারক, ডাক্তার, শিক্ষকসহ আরো ৬০ জন করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় ২জন বিচারক, ৭জন ডাক্তার, ২জন শিক্ষক, ৩জন মেডিক্যাল এ্যাসিসটেন্টসহ নতুন করে আরও ৬০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জন। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ৩৯২টি নমুনার ফলাফল আসে। এই ফলাফলের মধ্যে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের ২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭জন ডাক্তার, ২জন শিক্ষক, ১ জন ব্যাংকার ও ৩জন মেডিক্যাল এ্যাসিসটেন্টসহ মোট ৬০ জনের করোনা ভাইরাস পজিটিভ আসে। এছাড়াও করোনা শনাক্ত হওয়া সকলের হোম আইসোলেশন ও হাসপাতালে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে আরও ৪ জনকে। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১৪১৫ জন।
×