ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক বছরে দুই বিশ্বকাপের ভাবনা ফিফার

প্রকাশিত: ০০:০৮, ২৫ জুন ২০২০

এক বছরে দুই বিশ্বকাপের ভাবনা ফিফার

স্পোর্টস রিপোর্টার ॥ মরণঘাতী করোনাভাইরাসের থাবায় সবকিছু ওল্টপাল্ট হয়ে গেছে। নির্মল বিনোদনের মাধ্যম ক্রীড়াঙ্গনও থমকে গেছে। তবে ফুটবল গত একমাস ফিরেছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তিন মাস খেলা না হওয়ায় ফুটবলের অনেক সিডিউলে বিপর্যয় ঘটেছে। এটা পুষিয়ে নিতে ফিফা ও উয়েফা প্রাণান্ত প্রচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ২০২২ সালে দুই বিশ্বকাপ আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২২ সালের শীতে অর্থাৎ ডিসেম্বরে কাতারে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। একই বছর গ্রীষ্মে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। এই পরিকল্পনার কথা জানিয়েছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের তীব্র গরমের কথা চিন্তা করে প্রথমবারের মতো শীতকালে হবে বিশ্বকাপ। এর ফলে ফুটবলের সূচীতে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষ করে ক্লাব ফুটবলে। কমপক্ষে ২০২৩-২৪ মৌসুমের আগে এই সূচী স্বাভাবিক হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে। এর প্র্রভাব পড়বে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও। করোনার কারণে ১৮ মাস পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। কাছাকাছি সময়ে চীনে বসার কথা ছিল ক্লাব বিশ্বকাপের আসর। করোনার কারণে এই আসরও এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। ওই আসরে ২৪ ক্লাব অংশগ্রহণের জন্য পাবে ২০ মিলিয়ন ইউরো। আর কোন ক্লাব শিরোপা জিতলে পাবে বাড়তি আরও ১০০ মিলিয়ন ইউরো। সবকিছু ঠিক থাকলে, ক্লাব বিশ্বকাপের আগামী আসরে ইউরোপের ৮ ক্লাবের সঙ্গে অংশ নেবে দক্ষিণ আমেরিকার ৬টি ক্লাব।
×