ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তুলসীর রসে সারবে করোনা!

প্রকাশিত: ০০:১০, ২৪ জুন ২০২০

তুলসীর রসে সারবে করোনা!

তুলসী পাতার রসে কোভিড-১৯ রোগ সারবে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি দাবি করেন, প্রতিদিন কয়েকটি তুলসী পাতার রস খেলে তাতেই করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। এদিকে মমতা সরকারের মন্ত্রীর এমন মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে। ইতোমধ্যে সংবাদটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। খবর এনডিটিভি অনলাইনের। এ প্রসঙ্গে স্থানীয় হাসপাতালের সুপার চন্দ্র বড়াই বলেন, ‘তুলসী পাতা অবশ্যই উপকারী। তবে করোনার প্রতিষেধক হিসেবে তুলসী পাতার রস যে কার্যকর এমন প্রমাণ মেলেনি।’ ওই হাসপাতালের এক একর জমিতে ভেষজ গাছ লাগানোর কর্মসূচী নিয়েছিল বর্ধমান জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থা। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী তাতে উপস্থিত ছিলেন। হাসপাতাল সুপারসহ বিশিষ্টজনদের নিয়ে নিজ হাতে কয়েকটি তুলসী গাছ রোপণ করে তিনি এমন মন্তব্য করেন। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তুলসী পাতা যেমন পূজার কাজে লাগে, তেমনই তা মানব শরীরের জন্যও উপকারী। করোনার প্রতিষেধকের কাজ করে তুলসী।’ উপকারিতা বুঝিয়ে সকলকে তুলসী পাতার রস খাওয়ার আবেদন করেন মন্ত্রী। তার এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই হাসাহাসির রোল পড়ে যায়। কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, ‘শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিশেষ করে সর্দি-কাশিতে তুলসীর ভূমিকা রয়েছে।’
×