ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে করোনায় নতুন আরও ৩ জন শনাক্ত

প্রকাশিত: ২০:৫৮, ২২ জুন ২০২০

পঞ্চগড়ে করোনায় নতুন আরও ৩ জন শনাক্ত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে করোনা ভাইরাসে নতুন আরও ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে সদর উপজেলার দুইজন এবং দেবীগঞ্জ উপজেলার একজন । এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১শ‘ ২৮ জনে। মারা গেছেন মুক্তিযোদ্ধাসহ ৩ জন। তবে, এরমধ্যে ৭৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, এর আগে রবিবার প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার। বর্তমানে তেঁতুলিয়ায় সরকারী কোয়ার্টারে হোম কোয়ারেন্টাইনে তিনি অবস্থান করছেন বলে সূত্রটি জানায়। জেলায় এ পর্যন্ত চিকিৎসক ছাড়াও নার্স, স্বাস্থ্যকর্মী, পল্লী চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর, সদর হাসপাতালের সমাজসেবা বিভাগের অফিস সহকারী ও বেসরকারী ব্যাংকের পিওনও আক্রান্তের তালিকায় রয়েছেন। সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জনকণ্ঠকে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরীত ২ হাজার ২০ টি নমূনার মধ্যে ১ হাজার ৯ শ‘ ৪০টি নমূনার পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ৮০টি নমূনার ফলাফল পাওয়া যায়নি। .
×