ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। [email protected]

পঞ্চম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ প্রাথমিক গণিত

প্রকাশিত: ০০:০১, ২২ জুন ২০২০

পঞ্চম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ প্রাথমিক গণিত

পঞ্চম অধ্যায় : গুণিতক এবং গুণনীয়ক ০১। গ.সা.গু. এর পূর্ণরূপ লিখ। উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ০২। ল.সা.গু. এর পূর্ণরূপ লিখ। উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক ০৩। গুণনীয়কের অপর নাম কী? উত্তর : উৎপাদক ০৪। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়? উত্তর : গ.সা.গু. ০৫। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? উত্তর : ২ ০৬। কোন্ সংখ্যা যেকোন সংখ্যারই গুণনীয়ক? উত্তর : ১ ০৭। ২৪ এর উৎপাদক কয়টি? উত্তর : ৮টি ০৮। একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত? উত্তর : ১ ০৯। ৩ ও ৫ এর গ.সা.গু. কত? উত্তর : ১ ১০। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কী বলে? উত্তর : ল.সা.গু. ১১। ৭ এর প্রথম চারটি গুণিতক লিখ। উত্তর : ৭, ১৪, ২১, ২৮ ১২। ১৮, ২৪ ও ৩৬ এর ল.সা.গু. কত? উত্তর : ৭২ ১৩। একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে কী বলে? উত্তর : ল.সা.গু. ১৪। ২৪ ও ৩৬ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? উত্তর : ৭২ ১৫। একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কত হবে? উত্তর : ১ ১২২। মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কতটি? উত্তর : ২টি ১৬। দুইটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণফল কত? উত্তর : সংখ্যা দুইটির গুণফল ১৭। ২৪ ও ৩০ এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত? উত্তর : ৬ ১৮। ৬০ এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি? উত্তর : ২ X ২ X ৩ X ৫ ১৯। ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়? উত্তর : ২টি ২০। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়? উত্তর : ৬ ২১। ২৪ এর গুণিতক কতটি? উত্তর : অসংখ্য ২২। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি? উত্তর : ২টি ২৩। ২, ৩, ৫ ও ৭ এর গ.সা.গু. কত? উত্তর : ১ ২৪। ১৮ এর তিনটি গুণিতক লিখ। উত্তর : ৩৬, ৫৪ ও ৭২
×