ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১৪:১০, ২৯ মে ২০২০

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধের বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপির মহৎপাড়া গ্রামে। করোনায় তার মৃত্যু হয় বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। সূত্রমতে, এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৫ জন আক্রান্তের মধ্যে দুই জনের মৃত্যু হলো। জেলা স্বাস্থ বিভাগ সূত্র জানায়, গত ১২ মে ওই বৃদ্ধ স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। এরপর তারা হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছিলেন। ১৬ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৮ মে স্বামী-স্ত্রী দুজনেরই করোনা পজেটিভ রিপোর্ট আসে। বাড়িতে থেকেই তারা চিকিৎসা নিচ্ছিল। কিন্তু শুক্রবার ভোরে শ্বাসকষ্টে বৃদ্ধ মারা যান। তবে, দীর্ঘদিন ধরে প্যারালাইসড ও এ্যাজমা রোগে ভুগছিলেন বলে সূত্রটি জানায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছাসেবী দল বিশেষ সতর্কতায় বৃদ্ধের দাফন সম্পন্ন করা হয় বলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান জানিয়েছেন। পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে ৫৫ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৯ জন, দেবীগঞ্জ উপজেলায় ২১ জন, বোদা উপজেলায় ৬ জন, আটোয়ারী উপজেলায় ২ জন এবং তেঁতুলিয়া উপজেলায় ৭ জন। মৃত্যু ২ জন। সুস্থ হয়েছেন ১০ জন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে ১ হাজার ৮৮টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা ধরা পড়ে।
×