ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত ল্যাব প্রধান আইসোলেশনে, দায়িত্বে ডা. জাকির

প্রকাশিত: ১৭:৩২, ২৭ মে ২০২০

করোনা আক্রান্ত ল্যাব প্রধান আইসোলেশনে, দায়িত্বে ডা. জাকির

অনলাইন রিপোর্টার ॥ করোনা আক্রান্ত হওয়ার পর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)’র ল্যাব প্রধান ডা. শাকিল আহমদকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। সেই সাথে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেনকে ল্যাবের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার (২৭ মে ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। তিনি বলেন, করোনা ল্যাবের প্রধান ডা. শাকিল আহমদ করোনা পজেটিভ হওয়ায় তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। ডা. জাকির হোসেনকে ল্যাবের দায়িত্ব দেওয়া হয়েছে। করোনার পরীক্ষা শুরু হওয়ার পর থেকে তিনি ল্যাবের কাজে সহযোগিতা করছেন। এদিকে, বিআইটিআইডি'র করোনা ল্যাব ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, করোনা পজেটিভ আসার পর হোম আইসোলেশনে রয়েছি। আপাতত তেমন কোন শারীরিক সমস্যা নেই। করোনা ল্যাবে আমার অবর্তমানে ডা. জাকির দায়িত্ব পালন করবেন। গত ২৫ মার্চ চট্টগ্রামে করোনার পরীক্ষা শুরুর পর থেকে বিআইটিআইডি ল্যাবের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। প্রায় প্রতিদিনই দু'শ থেকে আড়াই শ নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডি ল্যাবে।
×