ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১৪:১৩, ২৬ মে ২০২০

নাটোরে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে পিয়াস(১৬) নামে এক দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে জোনাইল ইউনিয়নের চামটা ব্রিজ এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে নিহত হয় সে। পিয়াস একই গ্রামের খলিল হোসেনের ছেলে এবং জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মানবিক বিভাগের ছাত্র। জানা যায়, সকালে ধান মাড়াই করার জন্য মাড়াই মেশিন নিয়ে পিয়াস ও আরো দুই জন সহযোগী একই ইউনিয়নের কাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে চামটা বিলের ব্রিজে উঠার সময় ধানাই মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই তিনজন বাচতে লাফিয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি পিয়াসের। মেশিনের নিচে চাপা পড়লে তাকে গুরুত্বর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোনাইল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
×