ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চকরিয়ায় ভর্তির ২ ঘণ্টা পর করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ মে ২০২০

চকরিয়ায় ভর্তির ২ ঘণ্টা পর করোনা রোগীর মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ কক্সবাজারের চকরিয়ায় মৌলানা সিরাজ উদ্দৌল্লাহ (৬৫) নামের প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ২ ঘণ্টা পর তিনি মারা যান। মৌলানা সিরাজ উদ্দৌল্লাহ চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি গত ১৮ মে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দিলে ২৪ মে তার করোনা পজিটিভ আসে। প্রথম থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। মৌলানা সিরাজ উদ্দৌল্লাহ ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের কেয়ার টেকার হিসেবে চাকরি করতেন। তার ছোট ভাই দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকের উল্লাহ চকোরী বলেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার সকাল ৭টার দিকে আমার ভাই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ৯টার দিকে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ২ ঘণ্টা পর ১১টার দিকে তিনি মারা যান। তিনি অভিযোগ করেন, যথা সময়ে হাসপাতালে ভর্তি না করার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, আমরা খুবই চেষ্টা করেছি। কিন্তু মৌলানা সিরাজ উদ্দৌল্লাহর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেছেন। এ ছাড়াও তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। যথাসময়ে ভর্তি না করার অভিযোগটি সত্য নয়।
×