ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা- কোয়াবের সহায়তা অব্যাহত

প্রকাশিত: ২০:৪৩, ১৮ মে ২০২০

করোনা- কোয়াবের সহায়তা অব্যাহত

স্পোর্টস রিপোর্টার ॥ দেশে করোনাভাইরাস সংক্রমণে অসহায় হয়ে পড়া মানুষদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। রবিবার ক্রিকেট সংশ্লিষ্ট ৩৯৬ ব্যক্তির মাঝে ১৭ লাখ তিন হাজার টাকার আর্থিক সহায়তা ও রাজধানীতে বসবাসরত ৬০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেছে কোয়াব। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আছেন বর্তমান এবং সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, স্কোরার, মাঠ কর্মী, টিম বয়, মেসেঞ্জার ও বল বয়রা। শুরুতে কোয়াব একটি তহবিল গঠন করে যার নাম দেয়া হয়েছিল, ‘করোনা সঙ্কটে কোয়াবের প্রচেষ্টা’। সেই তহবিলে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা নিজেদের এক মাসের অর্ধেক বেতন দান করেন। এই তহবিলে দান করেন যুব বিশ্বকাপ জয়ী অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররাও। যুব ক্রিকেটাররা সবমিলিয়ে দুই লাখ ৩০ হাজার টাকা দিয়েছেন। এর বাইরে সাবেক ক্রিকেটাররাও অর্থ সহায়তা করেন। তহবিল সংগ্রহ শেষে রবিবার প্রয়োজনীয় সহায়তা বিতরণ করে কোয়াব। সহযোগিতার জন্য ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং রকেটকে এজন্য বেছে নেয়া হয়েছে। রবিবার এ কার্যক্রমে কোয়াব সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন এবং কোয়াবের অন্য সদস্যরা ছিলেন।
×