
অনলাইন রিপোর্টার ॥ করোনা ভাইরাসে ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অর্থনীতি। একের পর এক বাতিল হচ্ছে অর্ডার। তবে এই সংকটকালে বাংলাদেশের ব্যবসায়ীদের পাশে থাকছে সুইডেন।
আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন জানান, বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, সকল স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।