ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে মৃত ১০ হাজার

প্রকাশিত: ০৮:৪৫, ১৩ এপ্রিল ২০২০

 যুক্তরাজ্যে মৃত  ১০ হাজার

বিশ্বজুড়ে মহামারী রূপে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই করছে। শনিবার করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ দেশটির হাসপাতালগুলো আরও ৯১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। এতে যুক্তরাজ্যে এ মহামারীতে মৃতের মোট সংখ্যা নয় হাজার ৮৭৫ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যায় যুক্তরাজ্য এখন পঞ্চম শীর্ষ দেশ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এদিন দ্বিতীয় দিনের মতো ৯০০-এরও বেশি লোক মারা গেল। এখন যুক্তরাজ্যে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও আছেন। তিন রাত লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর জনসন এখন সেখানকার একটি ওয়ার্ডে আছেন এবং সুস্থ হয়ে ওঠার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। ‘প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠছেন,’ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এমনটিই জানিয়েছেন। শুক্রবার তার দফতর থেকে জানানো হয়, জনসন নিজ পায়ে দাঁড়াতে পারছেন। ব্রিটিশ সংবাদপত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী চলচ্চিত্র দেখে ও তার গর্ভবতী বাগদত্তা ক্যারি সিমন্ডসের পাঠানো চিঠিপত্র পড়ে সময় পার করছেন। তবে এর আগে ক্যারি সিমন্ডসের মধ্যেও কোভিড-১৯’র লক্ষণ ধরা পড়েছিল। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তিন সপ্তাহ আগে লকডাউন আরোপ করেছিল যুক্তরাজ্য। দেশটির মন্ত্রীরা ইস্টার সানডের বন্ধের মধ্যে ব্রিটিশদের সামাজিক জমায়েতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
×