ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস : ১১তম দিনের ন্যায় জীবাণুনাশক ছিটালো ডিএমপি

প্রকাশিত: ০৫:৩৪, ৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস  :  ১১তম দিনের ন্যায় জীবাণুনাশক ছিটালো ডিএমপি

অনলাইন রিপোর্টার ॥ বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে ঢাকা মহানগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আজ (৪ এপ্রিল) ১১তম দিনের ন্যায় রাজধানীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ ছিটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৫ মার্চ থেকে সম্মানিত নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের (রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল) বিভিন্ন স্থানে প্রথম পালায় সকাল ১০:০০ টা হতে ১২:০০ টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটানো শুরু হয়েছে। ২য় পালায় বিকাল ০৪:০০ টা হতে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) এর নির্দেশনায় বুধবার (২৫ মার্চ, ২০২০) থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হচ্ছে। জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম চলমান থাকবে।
×