ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার দেশের সব ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৭:৩৮, ১৬ মার্চ ২০২০

 চার দেশের সব ফ্লাইট বাতিল

করোনাভাইরাস মোকাবেলায় লেবানন, তুরস্ক, সিরিয়া ও ইরাকে আসা-যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে মধ্যেপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। দেশটির সিভিল এভিয়েশন অথরিটি শনিবার এ তথ্য জানায়। করোনাভাইরাস নিয়ন্ত্রণের পূর্বসতর্কতা হিসেবে আগামী ১৭ মার্চ থেকে ওই চার দেশের সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কোভিড-১৯ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সার্বিক দিক বিবেচনা ও বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ব মহামারী আকার ধারণ করা করোনা মোকাবেলায় দেশের জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা অথরিটির সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জরুরী দুর্যোগ ব্যবস্থাপনা অথরিটিসহ সরকারের অন্যান্য সংস্থা করোনার বিষয়ে বিশ্বের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। -আলজাজিরা
×