ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্ডিপেন্ডেন্স কাপ গলফে চ্যাম্পিয়ন মেজর জেনারেল সালাহউদ্দিন

প্রকাশিত: ১১:৫৯, ১৫ মার্চ ২০২০

ইন্ডিপেন্ডেন্স কাপ গলফে চ্যাম্পিয়ন মেজর জেনারেল সালাহউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ সিকদার গ্রুপ ইন্ডিপেন্ডেন্স কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন। তিনি ৬৬ পারের মধ্যে ৬ স্কোর করে চ্যাম্পিয়ন হন। কুর্মিটোলা গলফ ক্লাবে হয় টুর্নামেন্ট। আবদুল আজিজ জর্জ রানার্সআপ হয়েছেন। তিনি ৬৮ পারের মধ্যে ৪ স্কোর করতে পারেন। মহিলা গলফারদের মধ্যে কোরিয়ান গলফার কিম হি সুন টুর্নামেন্ট জিতে নেন। তিনি ৬২ পারের মধ্যে ১০ স্কোর করেন। মোট ৬৩৬ গলফার টুর্নামেন্টে অংশ নেন। এরমধ্যে ৫৮৪ জন পুরুষ ও ৪০ মহিলা গলফার অংশ নেন। আর ১২ জুনিয়র গলফারও টুর্নামেন্টে খেলেন। ৩ দিনব্যাপী এ টুর্নামেন্ট আয়োজিত হয়। বাংলাদেশের কোয়ার্টার জেনারেল আর্মি লেফটেন্যান্ট জেনারেল মোঃ শামসুল হক ও সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার উদ্বোধনী ও সমাপনী দিনে উপস্থিত থাকেন। পুরস্কার বিতরণীও হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কুর্মিটোলা গলফ ক্লাবের বেনকুইট হলের ক্লাব হাউসে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী শেষে নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। মাস্টার তাসনিম কারার জুনিয়রদের মধ্যে ‘জুনিয়র ৯ হোলে’ চ্যাম্পিয়ন হন। সিনিয়রদের মধ্যে এএফ নাসিরুদ্দিন ১৮ ক্যাটাগরিতে এবং ৯ হোলে তাসলিমা ইউসুফ চ্যাম্পিয়ন হন। এএফএম সারওয়ার কামাল ও কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন ৯ হোলে সেরা হন। শাদাব ইকবাল ও কর্নেল মোঃ নাজমুল আলমও চ্যাম্পিয়ন হন। হেন্ডিক্যাপ ০-১৫ ক্যাটাগরিতে মেজর জেনারেল মাশুদ রাজ্জাক, ১৬-২২ ক্যাটাগরিতে ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজ্জামান, ১৩-২১ ক্যাটাগরিতে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সেলিম, ২২-২৪ ক্যাটাগরিতে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক চ্যাম্পিয়ন হন।
×