ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রমেই বৈশ্বিক মহামারীর রূপ নিচ্ছে করোনা

প্রকাশিত: ০৭:৪৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ক্রমেই বৈশ্বিক মহামারীর রূপ নিচ্ছে করোনা

চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে দক্ষিণ মেরু ছাড়া সব মহাদেশে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী এ ভাইরাসটির প্রাদুর্ভাবে গত দুই মাসে ২ হাজার ৮শ’য়ের বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে ২ হাজার ৭৪৪ জন মারা গেছে চীনে। দিন যতই যাচ্ছে ভাইরাসটির প্রাদুর্ভাব ক্রমেই একটি বৈশ্বিক মহামারীর রূপ নিচ্ছে। প্রথমবারের মতো একদিনে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা চীনে ছাড়িয়ে গেছে বলে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। বিবিসি। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রাদুর্ভাব মোকাবেলার প্রস্তুতি জোরদার করেছে। বুধবার চীনে নতুন করে ৪৩৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা আগের দিনের ৪০৬ জনের তুলনায় একটু বেশি। এতে দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ৭৮ হাজার ৪৯৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এ দিন দেশটিতে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এটি ২৮ জানুয়ারির পর চীনে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা। এর আগের দিন দেশটিতে ৫২ জনের মৃত্যু হয়েছিল। এসব নিয়ে দেশটিতে করোনাভাইরাস জনিত রোগ কভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাস সংক্রমণের উৎস হুবেই প্রদেশে এ দিন নতুন করে ৪০৯ জন আক্রান্ত হয়েছে এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে চীনে অপর তিন জনের মৃত্যু হয়েছে রাজধানী বেজিং এবং হেইলংজিয়াং ও হেনান প্রদেশে। হুবেইয়ের বাইরে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ জন। এই ভাইরাসটি এখন চীনের বাইরে প্রায় ৫০টি দেশে ছড়িয়েছে এবং এসব দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫শ’ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে মৃতের সংখ্যা ৫৮-তে পৌঁছে গেছে বলে জানিয়েছে সিএনএন।
×