ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লুকাকুকে আবর্জনা বলেছিলেন কন্টে

প্রকাশিত: ১২:৪৪, ২৬ জানুয়ারি ২০২০

লুকাকুকে আবর্জনা বলেছিলেন কন্টে

স্পোর্টস রিপোর্টার ॥ গত গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলানে যোগ দেন রোমেলু লুকাকু। ইতালিয়ান সিরি’এ লীগে যোগদানের পর থেকেই দুর্দান্ত খেলছেন বেলজিয়াম তারকা। ইতোমধ্যেই নিজেকে ইন্টারের সেরা ফরোয়ার্ডে পরিণত করেছেন তিনি। চলতি মৌসুমে ইতালিয়ান সিরি’এ লীগে ২০ ম্যাচে প্রতিনিধিত্ব করে প্রতিপক্ষের জালে ১৪ বার বল জড়িয়েছেন লুকাকু। মূলত ইন্টার মিলানের কোচ এ্যান্তনিও কন্টের কাছ থেকে অনুপ্রাণিত হয়েই নিজের সেরাটা বের করে আনছেন বলে মন্তব্য করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই বেলজিয়ান তারকা। কেননা বাজে পারফর্মেন্সের কারণে লুকাকুকে ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছিলেন ইন্টার মিলানের কোচ। এরপরই যেন জ্বলে ওঠেন লুকাকু। এ প্রসঙ্গে এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা লুকাকু বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগে স্লাভিয়ার বিপক্ষে আমার প্রথম একটি ম্যাচের কথা খুব সুস্পষ্ট মনে আছে। সেই ম্যাচে খুব বাজে খেলেছিলাম আমি। এরপর সে (এ্যান্টনিও কন্টে) আমাকে বলে, সত্যিই আবর্জনার মতো ছিলাম আমি। এমনটা যদি আবারও করি তাহলে পাঁচ মিনিট পর ম্যাচ থেকেও তুলে ফেলার হুমকি দিয়েছিল আমাকে। এটা আসলে খুব সামান্য একটা ঘটনা। এরপরই আমরা মিলান ডার্বি খেলি। সেই ডার্বিতেই মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করি আমি। সে আমার আত্মবিশ্বাসকে চাঙ্গা করে দিয়েছিল। এটা সে সকল খেলোয়াড়কেই করে। আপনি কে? এটা তার কাছে কখনই দেখার বিষয় নয়।’ এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যাম থেকে সিরি’এ জায়ান্ট ইন্টার মিলানে যোগ দেবার প্রায় সবকিছুই চূড়ান্ত করে ফেলেছেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। ইতালির গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতে ডাক্তারী পরীক্ষার জন্য ইন্টারে যাবেন এরিকসেন। ২০২৪ সাল পর্যন্ত ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এরিকসেন ইন্টারে যোগ দিবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ২৭ বছর বয়সী এরিকসেন ২০১৩ সালে ডাচ জায়ান্ট আয়াক্স থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন। যদিও ঐ সময় আয়াক্সের সঙ্গে তার ছয় মাসের চুক্তি বাকি ছিল। ২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ইন্টার মিলান লীগ শিরোপাসহ ঐতিহাসিক ট্রেবল জয় কৃতিত্ব দেখিয়েছিল। তারপর থেকে কিছুটা পিছিয়ে পড়া ইন্টার আবারও এই মৌসুমে নিজেদের দারুণভাবে প্রমাণ করে চলেছে। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে তারা লীগ শিরোপা জয়ে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে। গত বছর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে স্পার্সদের পৌঁছে দিতে এরিকসেনের অসামান্য অবদান ছিল। গ্রুপপর্বে ইন্টার মিলানের বিপক্ষে দুটি ম্যাচেই তিনি গোল করেছিলেন। যে কারণে ইন্টারকে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। ডিফেন্ডার এ্যাশলে ইয়ংকে ম্যানচেস্টার ইউনাইটেড, মিডফিল্ডার ভিক্টর মোসেসকে চেলসি থেকে ধারে নেবার পর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এন্টোনিও কন্টের দলে তৃতীয় খেলোয়াড় হিসেবে এরিকসেন যোগ দিতে যাচ্ছেন। টটেনহ্যামের হয়ে এরিকসেন এ পর্যন্ত ৩০৫ ম্যাচে করেছেন ৬৯ গোল। এর মধ্যে এবারের মৌসুমে রয়েছে তিনটি গোল। এছাড়া ড্যানিশ আন্তর্জাতিক দলের হয়ে ৯৫ ম্যাচে করেছেন ৩১ গোল।
×