ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেল্টাকে জরিমানা

প্রকাশিত: ০৯:০৫, ২৬ জানুয়ারি ২০২০

ডেল্টাকে জরিমানা

তিন মুসলিম যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়ায় ডেল্টা এয়ারলাইন্সকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র। এয়ারলাইন্সটির নিরাপত্তা কর্মকর্তারা তাদেরকে ভ্রমণের জন্য সন্দেহমুক্ত বলার পরও তাদের নামিয়ে দেয়া হয়। তবে ডেল্টা ওই যাত্রীদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তবে তারা স্বীকার করেছে ঘটনাটি ভিন্নভাবে সামলানো যেত। মার্কিন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।-এপি জনপ্রিয়তা সর্বনিম্নে ডাভোস সম্মেলনে যোগদান শেষে শনিবার দেশে ফিরেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। এদিন নতুন চীনা চান্দ্রবছর ‘ইঁদুর বর্ষ’ শুরু হয়েছে। নতুন বছর তাকে করোনা ভাইরাস, সরকারবিরোধী বিক্ষোভ ও অর্থনৈতিক মন্দার মতো গুরুতর বিষয়গুলো সামলাতে হবে। ২শ’ প্রতিনিধি সঙ্গে নিয়ে লাম ওই সফরে যান। এ সফরকে তার ডেপুটি ম্যাথিউ চ্যাং অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে বর্ণনা করেছেন। দেশে তার ১৪ শতাংশ জনসমর্থন রয়েছে। উপনিবেশবাদ উত্তর কোন নেতার এটাই সর্বনিম্ন জনপ্রিয়তা। -ইয়াহু নিউজ
×