ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে পুকুর সংস্কারে পুলিশের বিরুদ্ধে বাঁধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:২৪, ২৫ জানুয়ারি ২০২০

নাটোরে পুকুর সংস্কারে পুলিশের বিরুদ্ধে বাঁধা দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের নলডাঙ্গায় ৬০ বছরের পুরোনো একটি পুকুর সংস্কারে পুলিশের বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পুকুর মালিক। আজ শনিবার দুপুরে স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পুকুরের অংশীদার রেজাউল করিম খান অভিযোগ করেন বলেন, পলি জমে প্রায় ভরাট হওয়া ৬০ বছরের পুরোনো পুকুরটি সংস্কারের জন্য দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রশাসনের সম্মতি নেন তিনি। সে অনুযায়ী সংস্কার কাজ শুরু করতে পুকুর কাটার প্রস্তুতিকালে শুক্রবার নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা স্কেবেটরের ব্যাটারি খুলে নিয়ে যায়। এতে করে সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে প্রশাসনের কাছে আইনানুগ সহায়তা কামনা করেছেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, পুকুর কাটার সংবাদে আমি ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ব্যাটারি ও স্কেবেটরের চাবি নিয়ে এসেছি। পুকুর কাটার ব্যাপারে প্রশাসনের কোন লিখিত অনুমতি নেই। এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষিপ্ত তাই উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে এ কাজ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×