ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে বার্নলির কাছে হার ম্যানইউর

প্রকাশিত: ২৩:৩৪, ২৩ জানুয়ারি ২০২০

৫৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে বার্নলির কাছে হার ম্যানইউর

অনলাইন ডেস্ক ॥ ৫৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে বার্নলির কাছে হারের শিকার হল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে ঘরের মাঠে ২-০ গোলের হার দেখে ম্যানইউ। এদিকে টানা চার হারের পর দুই ম্যাচ জিতলো বার্নলি। নিজেদের শেষ ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারায় দলটি। চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগ যাত্রা। জয়-পরাজয় যেনো পাল্লা দিয়ে চলছে। লিগে এখন পর্যন্ত ৯ জয়ের পাশাপাশি হার আছে ৮টি। শেষ পাঁচ ম্যাচে দুই জয়ের বিপক্ষে হারে ৩টিতে। নরউইচ সিটির বিপক্ষে জেতার পর টানা দুই ম্যাচ হারলো ওলে গানার সুলশারের দল। লিভারপুলের কাছে ২-০ গোলে হারের পর একই ব্যবধানে হারলো বার্নলির কাছেও। প্রিমিয়ার লিগের প্রথম লেগে বার্নলির মাঠে ২-০ গোলের জয় পায় সুলশারের শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডেও ফেভারিট হিসেবে মাঠে নামে তারা। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়ে খেলতে থাকে রেড ডেভিলরা। কিছু দারুণ সুযোগ নষ্ট করেন আঁতনি মার্শিয়াল ও হুয়ান মাতা। তবে খেলার ধারার বিপরীতে ৩৯ মিনিটে গোল করে বসে বার্নলি। নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ক্রিস উড এগিয়ে দেন সফরকারিদের। ম্যাচে আক্রমণ, বল দখলে ম্যানইউ এগিয়ে থাকলেও গোল শোধ করতে পারেনি। উল্টো ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্নলি। গোল করা উডের পাস থেকে গোল করেন জে রদ্রিগেজ। খেলার অন্তিম মুহূর্তে ম্যানইউয়ের লুক শ বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ডিফেন্ডারকে ফাউল করায় গোল দেননি রেফারি। ওল্ড ট্রাফোর্ডে ১৫ ম্যাচ পর জিতলো বার্নলি। এ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানে উঠে এসেছে দলটি। এদিকে ম্যানইউর সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর ১১ ম্যাচে জয়ের বিপরীতে ১২টি হার দেখেছে ওলে গানার সুলশার। এ হারে তার দল ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।
×