ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দু’গ্রুপের ৪ পর্বে করার ঘোষণা

এজতেমা আগামী বছর এক পর্বে করতে গাসিক মেয়রের উদ্যোগ

প্রকাশিত: ১০:৫৪, ২৩ জানুয়ারি ২০২০

  এজতেমা আগামী বছর এক পর্বে করতে গাসিক  মেয়রের উদ্যোগ

নূরুল ইসলাম টঙ্গী থেকে ॥ টঙ্গীতে সদ্যসমাপ্ত বিশ্ব এজতেমায় তবলীগ জামাতের দু’গ্রুপের পক্ষ থেকে দু’পর্ব করে আগামী বছর চার পর্বে (গাসিক) করার ঘোষণায় স্থানীয় বাসিন্দা এবং তবলীগ অনুসারী মুসল্লিদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চার পর্বে বিশ্ব এজতেমা অনুষ্ঠানে এজতেমার শুধু ঐতিহ্যই ক্ষুণœ হবে না এর পাশাপাশি ইসলামী ভাবগাম্ভীর্যতা ও শ্রদ্ধাবোধও মারাত্মকভাবে ক্ষুণœ হবে। সাধারণ তবলীগ অনুসারী মুসল্লি থেকে শুরু করে কেউই চাচ্ছেন না চার পর্বে বিশ্ব এজতেমার অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে বিশ্ব এজতেমা আয়োজনে বিশেষ ভূমিকায় থাকা গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলম চার পর্বের বিশ্ব এজতেমাকে ১ পর্বের নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে দু’পক্ষের মুরব্বিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। দৈনিক জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি নূরুল ইসলামের সঙ্গে এক বিশেষ সাক্ষাতকারে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, তবলীগ জামাতের আলেমী শূরার সদস্য যোবায়ের গ্রুপ এবং সা’দ গ্রুপের শীর্ষ মুরব্বিদের সঙ্গে তার কথা হয়েছে, এক সঙ্গে মিলেমিশে বিশ্ব এজতেমা অনুষ্ঠান করার। উভয় পক্ষের মুরব্বিরা তাকে কথা দিয়েছেন উদ্যোগ নিলে তার ডাকে মুরব্বিরা সাড়া দেবেন। শীঘ্রই দু’পক্ষের শীর্ষ মুরব্বিদের সঙ্গে বসে ভাল একটা ফয়সালায় যাওয়ার ব্যাপারে মেয়র জাহাঙ্গীর খুবই আশাবাদী। এদিকে টঙ্গী-গাজীপুরের স্থানীয় অধিবাসীরা বলছেন, তবলীগ জামাতের দুু’গ্রুপ যদি চার পর্বে বিশ্ব এজতেমা অনুষ্ঠান শুরু করে তাহলে টঙ্গীসহ এর আশপাশের এলাকা এক মাসব্যাপী অচলাবস্থা দেখা দিবে। ইতোমধ্যে দেখা গেছে, দুু’পর্বের এজতেমায় লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে টঙ্গীসহ এর আশপাশ এলাকার স্কুল-কলেজ ১০ দিন ধরে বন্ধ রাখতে হয়। এতে ছাত্র-ছাত্রীদের মাঝে লেখাপড়ায় দেখা দেয় এক ধরনের অস্থিরতা আর হতাশা। টঙ্গীতে লাখ লাখ মানুুুুষের উপস্থিতির কারণে ১০ দিনব্যাপী সর্বত্র দেখা দেয় অচলাবস্থা। যোগাযোগ ব্যবস্থায়ও চলে স্থবিরতা।
×