ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চলচ্চিত্রে নতুন মুখ দেবাশিষ কায়সার

প্রকাশিত: ০৮:৩৩, ৩০ ডিসেম্বর ২০১৯

 চলচ্চিত্রে নতুন মুখ দেবাশিষ কায়সার

সংস্কৃতি ডেস্ক ॥ ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রে হিরো দেবাশিষ কায়সার। বছরের শেষ চলচ্চিত্র মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’ এর মাধ্যমে পর্দায় অভিষেক হয়েছে তার। চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পেয়েছে। দেবাশিষ কায়সার ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, জ্যোতিকা জ্যোতি এবং ভারতের প্রখ্যাত জাদুকর পিসি সরকারের মেয়ে মুমতাজ সরকার। একজন লেখক এবং সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন রায়হান রুপী দেব কায়সার। এমন কথাই বললেন ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের পরিচালক মাসুদ পথিক। শুধু পরিচালকই নন মুক্তির আগে যাদেরই চলচ্চিত্রটি দেখার সুযোগ হয়েছে তারা সকলেই এর প্রশংসা করছেন। একজন নতুন মুখ দেব কায়সারেরও অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন তারা। উচ্চ শিক্ষিত দেবাশিষ কায়সারের চলচ্চিত্রে আসাটা হুট করেই। মা সুলেখক রহিমা আখতার কল্পনার আগ্রহেই মিডিয়ায় পথচলা দেব কায়সারের। ছোটবেলা থেকেই অসংখ্য নাটক আর ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও ছিল তার গভীর অনুরাগ। গানের গলাও বেশ। শিশু একাডেমি থেকে শুরু, বাফা থেকে সম্পন্ন করেছেন উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীতের কোর্স। সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। বর্তমানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী দেবাশিষ। দেবাশিষ কায়সার বলেন, প্রথমেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা, এরপর মায়ের প্রতি। যিনি আমাকে জন্ম দিয়েছেন। কৃতজ্ঞতা পরিচালক মাসুদ পথিক দাদার প্রতি, কারণ তিনি তার চলচ্চিত্রে এমন সুযোগ না দিলে আমি হয়ত এত দ্রুত নায়ক হতে পারতাম না। কৃতজ্ঞতা সকলের প্রতি যারা আমাকে কাজের ব্যাপারে নানাভাবে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মায়া-দ্য লস্ট মাদার’ সকলের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।
×