ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীতে ১০ জানুয়ারী থেকে বিশ্ব এজতেমা শুরু

প্রকাশিত: ০৯:৩৩, ২৮ ডিসেম্বর ২০১৯

টঙ্গীতে ১০ জানুয়ারী থেকে বিশ্ব এজতেমা শুরু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীতে আগামী ১০ জানুয়ারী থেকে অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমা ময়দানের প্রস্তুতি কাজ দেখতে এসে ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী সাংবাদিকদের বলেছেন, ৫ জানুয়ারীর মধ্যে বিশ্ব এজতেমা ময়দানের কাজ সম্পন্ন হবে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। রাজধানী ঢাকা থেকে ২০ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে ২০২০ সালের বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজ এগিয়ে চলেছে খুব জোরেসরে। তাবলীগ জামাত অনুসারী দু'গ্রুপের আয়োজনে দু'ভাগে বিভক্ত এজতেমা ময়দানের প্রস্তুতি কাজ গত ২ মাস পুর্বে আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। এর পর থেকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের তদরকিতে দ্রুত এগিয়ে চলেছে বিশ্ব এজতেমা আয়োজনের কাজ। প্রায় প্রতিদিনই মেয়র জাহাঙ্গীর আলম মাঠের প্রস্তুতি কাজের দেখভালো করছেন। ৬ দিনের আয়েজনের এজতেমা প্রথম ৩ দিনের শুরু ১০ জানুয়ারী থেকে আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারী থেকে। প্রথম গ্রুপের নেতৃত্বে থাকবেন কওমী মাদ্রাসা ওলামা মাশায়েখ দলের হেফাজত ইসলাম প্রধান মাওলানা শফি হুজুরের অনুসারী মাওলানা জোবায়ের। দ্বিতীয় গ্রুপের নেতৃত্ব দেবেন, মাওলানা সাদ গ্রুপের অনুসারী ইয়াসিকুল ইসলাম।
×