ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘কুয়াকাটা সৈকতসহ নদী-খাল কাউকে দখল করতে দেয়া হবে না’

প্রকাশিত: ০৯:২৭, ২৪ ডিসেম্বর ২০১৯

‘কুয়াকাটা সৈকতসহ নদী-খাল কাউকে দখল করতে দেয়া হবে না’

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ ডিসেম্বর ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার বলেছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দক্ষিণাঞ্চলের নদী-খাল-জলাধার দখল দূষণ থেকে রক্ষা করতে হবে। কাউকে দখল করতে দেয়া হবে না। এখানে সরকারের বন্দরসহ মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। তবে এসব উন্নয়ন পরিকল্পিত উপায়ে। আইন-কানুন মেনে করতে হবে। হতে হবে এসব উন্নয়ন পরিবেশবান্ধব, জনবান্ধব। নদীর দুইপারে কোন স্থাপনা থাকতে পারবে না। নদীপারের ম্যানগ্রোভ রক্ষা করতে হবে। নদীরপার আন্ধারমানিক, সোনাতলা কিংবা খাপড়াভাঙ্গা কোথাও দখল করে ইটভাঁটিা থাকতে পারবে না। নদী প্রবহমান রাখতে প্রয়োজনে নদী খনন করতে হবে। তিনি আরও বলেন, নদীর পাশের প্লাবনভূমি আরও বাড়াতে হবে। এক শ’ বছর আগে নদীর অবস্থান কোথায় ছিল তা চিহ্নিত করতে হবে। সিএস পর্চা অনুসারে নদী, খাল, জলাধার রক্ষা করতে হবে। প্রয়োজনে আজ, এই মুহূর্তে নদী-খাল দখল থেকে উদ্ধার করতে হবে। সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নদী রক্ষা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নদী কমিশনের চেয়ারম্যান আরও বলেন, নদী-খাল-জলাধার জনগণের প্রোপার্টি। জনগণ এর সুফল ভোগ করবে। এর আগে চেয়ারম্যানসহ তার সফরসঙ্গীগণ কুয়াকাটা সৈকত, খাপড়াভাঙ্গা, সোনাতলা ও আন্ধারমানিক নদীপার পরিদর্শন করেন।
×