ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএ গেমসে স্বর্ণ জিতে দেশে ফিরে বললেন আফিফ

‘সবার জন্য বড় একটি অর্জন’

প্রকাশিত: ১১:৫৯, ১২ ডিসেম্বর ২০১৯

‘সবার জন্য বড় একটি অর্জন’

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বিপিএলে আজ খেলতে নামবেন আফিফ হোসেন ধ্রুব। নিজ দল রাজশাহী রয়্যালসের হয়ে ঢাকা প্লাটুনের বিরুদ্ধে খেলবেন। মাত্রই মঙ্গলবার দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ জিতে ফিরেছেন। বুধবার দলের সঙ্গে অনুশীলন করে আজই আবার বিপিএলে খেলতে নেমে যাবেন। কেমন করবেন আফিফ? তারচেয়ে বড় বিষয় প্রথমবার এমন এক আসরে অংশ নিয়ে যে স্বর্ণ জিতেছেন, কেমন উত্তেজনা কাজ করেছে? আফিফ জানান, ‘এটা আমাদের সবার জন্য বড় একটি অর্জন। প্রথমেই আমরা ভেবেছিলাম যে এটা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা অনেক খুশি হব। সবাই খুব খুশি অর্জন করতে পেরে।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের জীবনে এই মুহূর্ত এসেছে। তো আমরা অনেক ভাগ্যবান যে সফলভাবে ফিরে আসতে পেরেছি।’ অবশ্য স্বর্ণ জেতার পথটা খুব সহজ ছিল না। মালদ্বীপকে ১০৯ রানে, ভুটানকে ১০ উইকেটে, নেপালকে ৪৪ রানে হারানোর পর উড়তে থাকা বাংলাদেশ অনুর্ধ-২৩ দলটি হোঁচট খায়। শ্রীলঙ্কার কাছে লীগপর্বের শেষ ম্যাচে ৯ উইকেটে হেরে যায়। ফাইনালে আবার একই প্রতিপক্ষ থাকে। হোঁচটটি ভাল ধাক্কাও দেয়। শঙ্কা জাগায়, তাহলে কী স্বর্ণ জেতা হবে না? কিন্তু না। হোঁচট থেকে এমন ধাক্কা খান ক্রিকেটাররা, সাবধান হয়ে যান। ফাইনালে গিয়ে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ জিতে যান। আফিফ জানান, ‘দেখতে যতটা সহজ ছিল, ওখানে এত সহজ ছিল না। ওখানে গিয়ে প্রথমে আমাদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। ওখানে উইকেট অনেক কঠিন ছিল। ঐ উইকেটে রান করা সবার জন্য চ্যালেঞ্জিং ছিল।
×