ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনসন-প্যারাসুটসহ বিশ্বের নামীদামী ব্র্যান্ডের নকল কসমেটিক্স ধ্বংস

প্রকাশিত: ১২:০৬, ৪ ডিসেম্বর ২০১৯

জনসন-প্যারাসুটসহ বিশ্বের নামীদামী ব্র্যান্ডের নকল কসমেটিক্স ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ জনসন, প্যারাসুট, আমলা ও কুমারিকাসহ বিশ্বের নামীদামী ব্র্যান্ডের অন্তত ৪ কোটি টাকার নকল কসমেটিক্স ধ্বংস করেছে বিএসটিআই। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, সোমবার গভীররাতে বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত চকবাজার ও কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে নামীদামী ব্র্যান্ডের নামে উৎপাদিত এসব নকল পণ্য জব্দ করে তা ধ্বংস করে দেয়। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ট্রাক নকল কসমেটিক্স জব্দ করে বিএসটিআই প্রধান কার্যালয়ে আনা হয়। মঙ্গলবার এ মালামাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়। নকল কসমেটিক্সের মধ্যে রয়েছে- জনসন এ্যান্ড জনসন লোশন এবং ক্রিম, প্যারাসুট নারিকেল তেল, কুমারিকা নারিকেল তেল ও হেয়ার অয়েল, জনসন অলিভ অয়েল, আমলা হেয়ার অয়েল, রিংগার্ড, বেটনোভেট ক্রিম, ইচ গার্ড, সিসা হেয়ার অয়েল এবং মুভ ক্রিম, এছাড়া বিভিন্ন কালার এবং ফ্লেভার ও পারফিউম সামগ্রী রয়েছে। ‘সামগ্রিক উন্নয়নে আমদানি নির্ভরতা কমাতে হবে’ স্টাফ রিপোর্টার ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে আমদানি-নির্ভরতা কমিয়ে আনতে হবে। মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও দৈনিক বঙ্গজননীর ২৬ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আরও বেশি পরিমাণে রফতানির সুযোগ তৈরি করতে হবে।
×