ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সার্ক দাবায় ছেলের সঙ্গে ড্র করলেন গ্র্যান্ডমাস্টার জিয়া!

প্রকাশিত: ০৫:৫৬, ২৭ নভেম্বর ২০১৯

সার্ক দাবায় ছেলের সঙ্গে ড্র করলেন গ্র্যান্ডমাস্টার জিয়া!

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় চলমান সার্ক দাবা চ্যাম্পিয়নশিরে ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীর সঙ্গে, তাহসিন তাজওয়ার জিয়া তার বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন এবং আব্দুল মোমিন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনকে হারান। মঙ্গলবার পুরানা পল্টনস্থ একটি হোটেলে অনুষ্ঠেয় ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৫ দাবাড়ু ২ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন : গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ শেখ, ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়, আব্দুল মোমিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন, মোহাম্মদ সাগর, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, ভারতের সৌরথ বিশ্বাস, মোঃ শরীয়তউল্লাহ ও উতেন। মহিলা বিভাগে ৪ দাবাড়ু ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, শ্রীলংকার দারামপ্রিয়া দেবনেথমি, ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী ও ফিদেমাস্টার জাকিয়া সুলতানা। দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ নুশরাত জাহান আলোকে, দরমপ্রিয়া ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে, সিম্মী আহমেদ ওয়ালিজাকে, ফিদেমাস্টার জাকিয়া কিশোয়ারা সাজরীন ইভানাকে, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন সাবিকুন নাহার তনিমাকে, ফিদেমাস্টার নাজারানা খান ইভা ভারতের শ্রেষ্ঠা সুরাইকে, ওয়ারসিয়া খুশবু ইয়ন সরকারকে, তাসমিন সুলতানা শারমীন খানকে ও আরিশা হোসেন তুবা আনোয়ারা খাতুনকে হারান।
×