ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্নৌ টেস্টে মুখোমুখি আফগান-উইন্ডিজ

প্রকাশিত: ১১:৫৩, ২৭ নভেম্বর ২০১৯

লক্ষ্নৌ টেস্টে মুখোমুখি আফগান-উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ এগিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেট। অনেকটা বিদেশ বিভুইয়ে হয়েও আলো ছড়াচ্ছে রশিদ খান, মুজিব উর রহমানের দল। ভারতের দেরাদুনের পর লক্ষেèৗকে নতুন হোম ভেন্যু হিসেবে পেয়েছে আফগানরা। সেখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও ২-১এ টি২০ সিরিজ জিতে নেয় রশিদের দল। অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে দু’দলের একমাত্র টেস্ট। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্ট জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন টেস্টের নিচের সারির দল আফগানিস্তান। অন্যদিকে ঘরে-বাইরে ভারতের কাছে বিধ্বস্ত জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা ঘুরে দাঁড়ানোর সুযোগ। নতুন প্রবর্তিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রতিটি ম্যাচই এখন ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট র‌্যাঙ্কিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয় ও আফগানিস্তান আছে দশ নম্বরে। লড়াইটা তাই হতে পারে সেয়ানে-সেয়ানে। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল দশটায়। টি২০ সিরিজে দারুণ পারফর্মেন্সের পুরস্কার পেয়েছেন আফগান অলরাউন্ডার করিম জানাত। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে। এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না পাওয়া তরুণ পেসার নিজাত মাসুদও আছেন পনের সদস্যের দলে। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তান দলে জানাত ও মাসুদ ছাড়াও আছেন টেস্ট না খেলা বাঁহাতি স্পিনার আমির হামজা হোতাক ও ব্যাটসম্যান নাসির জামাল। বাঁহাতি স্পিনার হামজা জাতীয় দলে ফিরেছেন দুই বছরেরও বেশি সময় পরে। ডানহাতি ব্যাটসম্যান নাসির সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন গত বছরের মার্চে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানে জেতা দল থেকে বাদ পড়েছেন দুই বঁহাাতি পেসার শাপুর জাদরান ও আহমেদ শারজাদ। ওই ম্যাচ দিয়ে টেস্ট থেকে অবসর নেয়া মোহাম্মদ নবিকে ছাড়া এবার খেলবে আফগানরা। সাদা পোশাকের টেস্টে অতীত জৌলুস হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ কেমন করে সেটিই দেখার অপেক্ষা। আফগানিস্তান টেস্ট দল: রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, জাভেদ আহমাদি, রহমত শাহ, করিম জানাত, কাইস আহমেদ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আফসার জাজাই, নাসির জামাল, জহির খান, ইয়ামিন আহমাদজাই, হামজা হোতাক, নিজাত মাসুদ। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল ও কেমার রোচ।
×