ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘কয়েক সপ্তাহের জন্য’ মাঠের বাইরে আগুয়েরো

প্রকাশিত: ২৩:২৪, ২৬ নভেম্বর ২০১৯

‘কয়েক সপ্তাহের জন্য’ মাঠের বাইরে আগুয়েরো

অনলাইন ডেস্ক ॥ ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরো ঊরুর চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসির বিপক্ষে সিটির ২-১ গোলে জেতা ম্যাচে ৭৭তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে সিটি। সোমবার সংবাদ সম্মেলনে আগুয়েরোর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন গুয়ার্দিওলা। “সের্হিও কয়েক ম্যাচ বাইরে থাকবে।” আগামী ৭ ডিসেম্বর লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। এর আগে আগুয়েরোর সুস্থ হয়ে ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান কোচ। আগুয়েরো ছাড়াও চোটের কারণে দলের বাইরে আছেন সেন্টার-ব্যাক আইমেরিক লাপোর্তে, উইঙ্গার লেরয় সানে ও ফুল-ব্যাক ওলেকসান্দ্রার জিনচেনকো। কুঁচকির সমস্যার কারণে গত মৌসুমে পাঁচ ম্যাচ খেলতে পারেননি আগুয়েরো। চলতি মৌসুমে ১৬ ম্যাচে ১৩ গোল করেছেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
×