ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডন-সিডনি ফ্লাইট

প্রকাশিত: ০৯:৩৩, ১৭ নভেম্বর ২০১৯

লন্ডন-সিডনি ফ্লাইট

অস্ট্রেলিয়ার কান্টাস এয়ার লাইন্স শুক্রবার লন্ডন থেকে সিডনি পর্যন্ত প্রথম সাড়ে ১৯ ঘণ্টার ফ্লাইট সম্পন্ন করেছে। এ সময়ে ১৭ হাজার ৮শ’ কিলোমিটার (১১ হাজার মাইল) পরিভ্রমণ করে। কান্টাসের লক্ষ্য দেশটির পূর্ব উপকূলীয় শহর ব্রিসবেন, সিডনি ও মেলবোর্ন থেকে লন্ডন ও নিউইয়র্কে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা। গত মাসে কান্টাস প্রথম সরাসরি সিডনি নিউইয়র্ক ফ্লাইট চালিয়েছিল। এতে সময় লেগেছিল ১৯ ঘণ্টা ১৬ মিনিট। -ফক্স ড্রাইভিংয়ের জন্য নিকৃষ্ট শহর ড্রাইভিং বা গাড়ি চালনার জন্য বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শহর হিসেবে উঠে এসেছে ভারতের মুম্বাইয়ের নাম। ফরাসীভিত্তিক মিস্টার অটো ড্রাইভিংয়ের বিভিন্ন দিক বিবেচনা বিশ্বের ১শ’টি শহরকে র‌্যাঙ্কিং করেছে। এতে শীর্ষস্থানে রয়েছে কানাডার ক্যালগিরি শহর এরপর দুবাই, অটোয়া, এলপাসো ও অটোয়ার নাম। সর্বনি¤েœ আছে মুম্বাই, উলানবাটর, করাচী, কলকাতা, রিও ডি জেনিরো, মস্কো ও মেক্সিকো সিটির নাম। তালিকার ৮৭ তম স্থানে আছে নিউইয়র্কের নাম। -অটোকার ইন্ডিয়া
×