ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় শুরু হচ্ছে ধ্রুপদি গিটারের মহারথীর বাদনসন্ধ্যা

প্রকাশিত: ০১:৩৯, ৪ নভেম্বর ২০১৯

ঢাকায় শুরু হচ্ছে ধ্রুপদি গিটারের মহারথীর বাদনসন্ধ্যা

অনলাইন ডেস্ক ॥ ফরাসি গিটারিস্ট তিব্যো কোভাঁ। নিজ দেশে ধ্রুপদি গিটারের মহারথী বলা হয় তাকে। ঢাকায় এই গিটারের জাদুকরের একক বাদনসন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার একক বাদনসন্ধ্যা। আজ ঢাকায় আসছেন তিব্যো কোভাঁ। এদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে মিলনায়তনের গেট খোলা হবে। একক এ বাদনসন্ধ্যা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সিট সংখ্যা সীমিত থাকায় যারা আগে আসবেন শুধু তারাই প্রবেশ করতে পারবেন। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে বাংলাদেশের ফরাসি দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অরিক্স বাংলাদেশ এবং গন্ধর্বপুর জল শোধনাগার এসএনসি। শুধু গিটার বাজিয়ে ১৩টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন কোভাঁ। টানা ১৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নানা জাতির সংগীতপ্রেমীকে বাজিয়ে শোনাচ্ছেন তার ছন্দময় সুর। এরইমধ্যে ১২০টি দেশে প্রায় এক হাজার একক পরিবেশনায় অংশ নিয়েছেন তিনি।
×