ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় ॥ বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ১৩:০৯, ২২ অক্টোবর ২০১৯

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা হাই স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায় : ৭ ॥ পৃথিবী ও মহাকর্ষ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ০১। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কী বলে? উত্তর : মহাকর্ষ ০২। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান কীসের উপর নির্ভর করে? উত্তর : বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর ০৩। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান কীসের উপর নির্ভর করে না? উত্তর : এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর ০৪। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলের মান কেমন হয়? উত্তর : বেশি হয় ০৫। বস্তুদ্বয়ের দূরত্ব বেশি হলে আকর্ষণ বলের মান কেমন হয়? উত্তর : কম হয় ০৬। মহাকর্ষ সূত্রানুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কীসের সমানুপাতিক? উত্তর : ভরের গুণফলের সমানুপাতিক ০৭। মহাকর্ষ সূত্রানুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান কীসের ব্যস্তানুপাতিক? উত্তর : বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ০৮। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে? উত্তর : এক চতুর্থাংশ ০৯। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে আকর্ষণ বলের মান কত হবে? উত্তর : নয় ভাগের এক ভাগ ১০। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল কত গুণ হবে? উত্তর : ২ গুণ ১১। নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল তিনগুণ হলে বল কত গুণ হবে? উত্তর : ৩ গুণ ১২। নিউটনের মহাকর্ষ সূত্রে যে ধ্রুবকটি আসে তার নাম কী? উত্তর : মহাকর্ষ ধ্রুবক ১৩। মহাকর্ষ সূত্রটির গাণিতিক রূপ লিখ। উত্তর : ঋ = এ ১৪। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? উত্তর : ৬.৬৭৩ঢ১০-১১ঘস২শম-২ ১৫। ১২ কেজি ও ৫ কেজি দুটি বস্তুর ভরের গুণফল ১২০ কেজি হলে বলের কী পরিবর্তন হবে? উত্তর : দ্বিগুণ হবে ১৬। মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়? উত্তর : এ দ্বারা ১৭। মহাকর্ষীয় ধ্রুবকের একক কী? উত্তর : নিউটন মিটার ২ / কেজি ২ ১৮। ১শম ভরের দুটি বস্তু ১স দূরে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত হবে? উত্তর : ৬.৬৭৩ঢ১০-১১ঘ ১৯। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : মহাকর্ষ ২০। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কী বলে? উত্তর : অভিকর্ষ ২১। পৃথিবী এবং তোমার বিজ্ঞান বই এর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ২২। অভিকর্ষকে এক বিশেষ ধরনের কী বলা হয়? উত্তর : মহাকর্ষ ২৩। পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? উত্তর : অভিকর্ষ ২৪। একটি ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়লে তা আবার ভূ-পৃষ্ঠে ফিরে আসে কেন? উত্তর : অভিকর্ষ বলের কারণে ২৫। গাছের ফল মাটিতে পড়ে কীসের কারণে? উত্তর : অভিকর্ষ বলের কারণে
×